ডাকাতকে চিনে ফেলায় কুপিয়ে যুবকের কবজি কর্তন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল এলাকায় ডাকাতির সময় চিনে ফেলায় এক যুবককে কুপিয়ে ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে ডাকাত দলের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত রোববার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায়। এ ঘটনায় আহত যুবকের মা হেনা আক্তার বাদী হয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আহত যুবকের নাম আকাশ। তিনি উপজেলার উটমা গ্রামের ছালাম মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের উটমা এলাকার মো. আমির হোসেনের ছেলে মো. আশরাফুল ইসলাম (২২), আব্দুল বারেকের ছেলে মো. আমির হোসেন, কোবাগা এলাকার আব্দুল আজিজের ছেলে সবুজ (২২), মহজমপুর উত্তর কাজীপাড়া এলাকার আহাম্মদ আলীর ছেলে মো. ফাহিম (২৩) এবং পেচাইন এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে মো. বাবু দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্নস্থানে ডাকাতি করে আসছে।
গত বুধবার রাতে এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল এলাকায় তারা গাড়ির গতিরোধ করে ডাকাতি করছিল। ওই সময় আকাশ তাদের চিনে ফেলেন এবং বিষয়টি এলাকার কয়েকজনকে জানিয়ে দেন।
বিজ্ঞাপন
এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা আকাশকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। পরে গত রোববার বিকেলে আকাশ কোবাগা এলাকায় ডাকাত সবুজ মিয়ার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তাকে একা পেয়ে সবুজের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৩-৪ জন চাপাতি, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার ও লোহার রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা আকাশকে এলোপাতাড়ি কুপিয়ে শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করে এবং একপর্যায়ে তার ডান হাতের কবজি কেটে ফেলে। আকাশের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। আহত আকাশ বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিবুল্লাহ বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মীমরাজ হোসেন/আরকে