মেয়র আবদুল কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, কোম্পানীগঞ্জের ৯০ ভাগ মানুষ আমার পক্ষে আছে। অথচ আমার বড় ভাই ওবায়দুল কাদের সাহেব আমার বিপক্ষে অবস্থান নিয়েছেন।

শনিবার (২৬ জুন) দুপুর ১২টায় ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, শেখ হাসিনার বাহিরে দলের জন্য কেউ কাজ করে না। আমি শেখ হাসিনাকে মন থেকে ভক্তি করি। তাঁর আশপাশে অনেক খন্দকার মোশতাক রয়েছে। উনার পাশে যারা আছে তারা তোষামোদি নিয়ে ব্যস্ত। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি অপরাজনীতির হোতাদের লাগাম টেনে ধরেন। এরা দলের অনেক ক্ষতি করছে। ১২ বছর ক্ষমতায় থেকে অনেকে অনিয়ম করছে। 

কাদের মির্জা বলেন,  একজন ভাই আরেকজন ভাইয়ের বিপক্ষে সহজে কথা বলে না। আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আজ এসব বলতে হচ্ছে। আমার বাবা মারা যাওয়ার পর আপনি (ওবায়দুল কাদের) আমার অভিভাবক ছিলেন। কিন্তু আজ আপনি আমার অভিভাবক নন।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। গত বছরের ডিসেম্বরে পৌরসভা নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন তিনি।

হাসিব আল আমিন/আরএআর