পুলিশের বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান বলেছেন, করোনাভাাইরাস মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধির আওতায় আনতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। করোনা প্রতিরোধের পাশাপাশি সরকারের সকল উন্নয়ন কার্যক্রমেও আমাদের সবাইকে আন্তরিক হতে হবে।
 
শনিবার (২৬ জুন) দুপুরে পটুয়াখালী পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি এস এম আক্তারুজ্জামান আরও বলেন,  সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা কেউ কারও ক্ষতি করবো না, এই মানসিকতা নিয়ে সমাজে বসবাস করতে হবে। একটি সুন্দর সমাজ গড়তে সকলকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি। 

এ সময় বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ (পিপিএম), চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, পটুয়াখালী প্রেস ক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ইমাম পরিষদের সভাপতি ও বড় জামে মসজিদের খতিব আলহাজ আবু সাঈদসহ জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর