সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এরই অংশ হিসেবে গাইবান্ধা জেলা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

দলীয় সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে গাইবান্ধার সাতটি উপজেলা ও চারটি পৌরসভা থেকে আলাদাভাবে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা হবেন। ইতোমধ্যে বাসসহ বিভিন্ন যানবাহন প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ব্যানার, ফেস্টুন ও স্লোগান তৈরির কাজও শেষ পর্যায়ে রয়েছে।

গাইবান্ধা জেলা বিএনপির একাধিক নেতা জানান, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের প্রত্যাবর্তনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে আন্দোলন-সংগ্রামে আরও সক্রিয় ও সংগঠিত ভূমিকা পালন করবে।

নেতারা আরও জানান, কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। শৃঙ্খলা বজায় রেখে ঢাকায় যাওয়া এবং কর্মসূচিতে অংশ নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল বলেন, গাইবান্ধার সাতটি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। এ জন্য বাসসহ শতাধিক যানবাহন প্রস্তুত রাখা হয়েছে। অনেক নেতাকর্মী রেলপথেও ঢাকায় যাবেন।

তিনি আরও জানান, ইতোমধ্যে কিছু নেতাকর্মী নিজ উদ্যোগে ঢাকায় পৌঁছেছেন। কেউ কেউ বর্তমানে পথিমধ্যে রয়েছেন। আনুষ্ঠানিকভাবে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের যাত্রা শুরু হবে আজ বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে। সবাই আলাদা আলাদাভাবে বাস ও অন্যান্য যানবাহনে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। ঢাকায় পৌঁছানোর পর নেতাকর্মীদের অবস্থান ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালের ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে তৎকালীন সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ২০০৮ সালে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে পাঠানো হয়। দীর্ঘ ১৭ বছর পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি দেশে ফিরছেন। তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গাইবান্ধাসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ দলীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রিপন আকন্দ/এআরবি