প্রায় ১৮ বছর নির্বাসনে থাকার পর আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারাদেশের মতো কুড়িগ্রাম জেলাতেও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

প্রিয় নেতাকে একনজর দেখতে জেলার ৯টি উপজেলা ও ইউনিয়ন থেকে পাঁচ সহস্রাধিক নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২১ ডিসেম্বর থেকে বিচ্ছিন্নভাবে কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী, ফুলবাড়ী, ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, রৌমারী ও রাজীবপুর উপজেলা থেকে পাঁচ হাজারের বেশি নেতাকর্মী বাস, প্রাইভেটকার ও ট্রেনে করে ঢাকায় যাচ্ছেন। অনেকেই আগেভাগেই ঢাকায় পৌঁছেছেন। বাকিরা নির্ধারিত সময়ের মধ্যে যোগ দেবেন বলে জানা গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম বাস টার্মিনাল থেকে ১২টি দূরপাল্লার বাসে এবং রেলস্টেশন থেকে ট্রেনে করে নেতাকর্মীরা রওনা দেন। এ ছাড়া প্রাইভেটকারেও অনেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন।

কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, প্রায় ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে শুধু কুড়িগ্রাম জেলায় নয়, সারা দেশের সর্বস্তরের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কয়েক দিন আগে থেকেই নেতাকর্মীরা ঢাকার দিকে রওনা হয়েছেন। তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি ফিরে পাবে।

মমিনুল ইসলাম বাবু/এআরবি