নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকল নন-জুডিশিয়াল স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে কয়েক কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প ও কোর্ট ফি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানায় কাজ করার সময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মিন্টু খান (৩৮) ও মুন্না ইসলাম (২১)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এ অভিযান শুরু করে। সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক বাসস্ট্যান্ডের পেছনে ভান্ডারী হোটেল সংলগ্ন একটি ভাড়া করা কারখানায় দীর্ঘদিন ধরে একটি চক্র নকল নন-জুডিশিয়াল স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরি করে আসছিল। এসব নকল স্ট্যাম্প দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই কারখানায় অভিযান চালিয়ে স্ট্যাম্প তৈরির দুটি মেশিনসহ বিপুল পরিমাণ নকল স্ট্যাম্প ও কোর্ট ফি উদ্ধার করে। উদ্ধারকৃত নকল স্ট্যাম্পের মধ্যে ১০, ৫০, ১০০ ও ৫০০ টাকা মূল্যমানের রেভিনিউ স্ট্যাম্প রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে তথ্যের সত্যতা পেয়েছি। এখানে দুটি বড় মেশিন ব্যবহার করে সরকারের রাজস্বখাতের নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প নকল করা হচ্ছিল। আমরা দুটি স্ট্যাম্প তৈরির মেশিনসহ কয়েক কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প ও কোর্ট ফি জব্দ করেছি।

তিনি আরও বলেন, কারখানাটিতে নকল স্ট্যাম্প তৈরির কাজে নিয়োজিত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জব্দকৃত স্ট্যাম্পের সংখ্যা ও মূল্য নিরূপণ শেষে বিস্তারিত জানানো হবে। অভিযান এখনো চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মেহেদী হাসান সৈকত/এআরবি