আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। এই আসনে দলটির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিজেও গণমাধ্যমকে নিশ্চিত করেন মোশাররফ হোসেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বগুড়া-৪ আসনের জন্য মোশাররফ হোসেনকে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মোশাররফ হোসেন বলেন, “দলের অর্পিত এই দায়িত্ব আমার জন্য বড় সম্মানের। আমাকে যোগ্য মনে করে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীর প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, দলীয় ঐক্য ও জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা রাখি।”

উল্লেখ্য, বগুড়া-৪ আসনে দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি সাংগঠনিক দক্ষতার কারণে মোশাররফ হোসেন স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও পরিচিত মুখ হিসেবে বিবেচিত।

আব্দুল মোমিন/এসএমডব্লিউ