বিএনপির মনোনয়ন বঞ্চিতদের মশাল মিছিলে অংশ নিয়ে কর্মীর মৃত্যু
কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত মশাল মিছিলে অংশ নিয়ে মো. মিজানুর রহমান (৪০) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।
গতকাল রাত ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়াম থেকে বের হওয়া মশাল মিছিলে এ ঘটনা ঘটে। মিজানুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামের মো. চান্দু মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামকে। এরপর থেকে তার মনোনয়ন বাতিলের দাবিতে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. রুহুল হোসাইন, সাবেক সহসভাপতি শরীফুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেলের নেতৃত্বে মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে পুরাতন স্টেডিয়াম থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মিজানুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। পরে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা তাকে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, মশাল মিছিল চলাকালে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড শীতজনিত কারণে তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/এনএফ