গ্রামে ফুটবল ম্যাচে ‘হাদির হত্যার’ বিচারের দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ ওসমান শরীফ হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি উঠেছে নগর ছাড়িয়ে দেশের প্রান্তিক গ্রামাঞ্চলেও।
কক্সবাজারের উখিয়ায় তেমনি এক আয়োজন ‘সিকদার বিল নাইট ফুটবল টুর্নামেন্ট’ এ অংশগ্রহণকারী ফ্রিডম স্পোর্টস এসোসিয়েশন নামে একটি দলের খেলোয়াড়রা ম্যাচ শুরুর আগে মাঠে প্ল্যাকার্ড-পোস্টার হাতে উঁচিয়ে হাদি হত্যার বিচার দাবি করে আলোচনার জন্ম দিয়েছে। হাদির ছবি, 'উই আর হাদি' ও 'জাস্টিস ফর হাদি' স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড-পোস্টার হাতে ফুটবল দলটির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বিজ্ঞাপন
ফ্রিডম স্পোর্টস এসোসিয়েশনের সংগঠক আরমান খান জয় শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা পোস্টকে মুঠোফোনে বলেন, হাদির এমন অকাল মৃত্যু সারাদেশের মানুষকে কাঁদিয়েছে, তিনি একটি ব্যতিক্রম রাজনৈতিক সংস্কৃতি রেখে গেছেন যা আমাদের দেশের জন্য কল্যাণকর। হাদিকে যারা হত্যা করেছে আমরা তাদের দ্রুত বিচার চাই।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে আমাদের ফুটবল ম্যাচ ছিল, ম্যাচ শুরুর আগে সেখানে আমরা হাদি হত্যার বিচার দাবি জানাই। দর্শকেরাও নানা স্লোগানে আমাদের সমর্থন করেন, পরে দেখলাম ফেসবুকে সেই ছবি ঘুরছে।
বিজ্ঞাপন
স্থানীয় শিক্ষক আবুল কাশেম বলেন, দেশের অন্যতম বড় দল বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমান দেশে ফিরে এসে দেওয়া বক্তব্যেও হাদিকে স্মরণ করেছেন। হাদি আসলে প্রজন্মের জন্য একটি ইতিহাস তৈরি করে গেছেন, গ্রামাঞ্চলেও তার জন্য মানুষ কেঁদেছে ও হত্যার বিচার দাবী করছে।
গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে হাদি হত্যার প্রতিবাদে বিচার চেয়ে কক্সবাজার শহরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল।
প্রসঙ্গত, ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। গত শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনা হয়।
২০ ডিসেম্বর দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের অশ্রুসিক্ত জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
ইফতিয়াজ নুর নিশান/আরকে