এক নজরে ঢাকা বিভাগ
ঢাকা বিভাগের ১৩ জেলার মধ্যে গোপালগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর ও ঢাকার সাভারে শনিবার (২৬ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ঘটনা সংক্ষিপ্ত আকারে ঢাকা পোস্টে তুলে ধরা হলো-
গোপালগঞ্জ সংবাদদাতা জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দুপুরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
বিজ্ঞাপন
গাজীপুর জেলা প্রতিনিধি শিহাব খান জানান, গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজন মৃত্যুবরণ করেছেন। নতুন করে ৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩২৩ জন ও মৃতের সংখ্যা ২৩২ জনে দাঁড়িয়েছে। শনিবার দুপুর ১২টায় গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ প্রতিনিধি এসকে রাসেল জানান, জেলার পাকুন্দিয়ায় অসামাজিক কাজের প্রতিবাদ করায় ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। ওই নারী ঢাকা পোস্টকে জানান, চাকরির সুবাদে স্বামী, বিসিএস কোচিংয়ে ছেলে ঢাকায় ও মেয়ে স্বামীর বাড়িতে থাকায় প্রায় সময়ই তিনি বাড়িতে একাই থাকেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতার নির্দেশে আবু হানিফা তাকে ধর্ষণ করেন।
বিজ্ঞাপন
নরসিংদী জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম জানান, এদিকে নরসিংদীতে করোনা সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে দেশব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে জেলা প্রশাসন। নরসিংদী বাজারসহ পৌর শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারভিযান চালানো হয়। জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এ কর্মসূচির নেতৃত্বে দেন।
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সোহেল হোসেন জানান, মানিকগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৮ জুন থেকে সারাদেশে কঠোর বিধিনিষেধ ঘোষণার পরিপ্রেক্ষিতে ঢাকাসহ আশপাশের জেলার শ্রমজীবী মানুষ গ্রামের বাড়িতে ছুটছেন। দূরপাল্লার বাস বন্ধ থাকায় মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকা থেকে হেঁটেই পাটুরিয়া ফেরিঘাটের দিকে যাচ্ছেন তারা।
এদিকে মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় ১১ কোটি ভ্যাকসিন আমাদের হাতে আসতে পারে। এই ভ্যাকসিন পেলে দেশের সাড়ে ৫ কোটি মানুষকে আমারা ভ্যকসিন দিতে পারব। ভ্যাকসিনের মাধ্যমেই করোনা নিয়ন্ত্রণে আনতে পারব। শনিবার বিকেল সোয়া ৩টার দিকে গড়পাড়ায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষ জানান, টাঙ্গাইলে পরীমণির মামলায় কারাগারে আদম ব্যবসায়ী অমির মুক্তি চেয়েছে তার গ্রামের মানুষ। তারা চিত্রনায়িকা পরীমণির মামলায় কারাগারে থাকা অমির মুক্তির দাবিতে মানববন্ধন পালন করেছেন। এতে বক্তব্য রাখেন, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম প্রমুখ।
শরীয়তপুর জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান জানান, শরীয়তপুরে জেলার গোসাইরহাটে অ্যাসাইনমেন্ট জমা দিতে কলেজে এসে চতুর্থতলা থেকে নাবিলা নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। সকাল ১১টার দিকে সরকারি শামসুর রহমান কলেজের অনার্স ভবনের সামনে এ ঘটনা ঘটে।
সাভার উপজেলা (ঢাকা) প্রতিনিধি মাহিদুল মাহিদ জানান, আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন সাভার উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। এই কর্মসূচি উদ্বোধন করেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুুরুল আলম রাজীব। এছাড়াও নিজস্ব অর্থায়নে আশুলিয়ার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা আল-ইমরান।
এদিকে সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫ মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে ৫১৩ ইয়াবা ও ১২ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে শিমুলিয়া ইউনিয়নের জিরানীবাজার ও নৈহাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
এমএসআর