যশোরে এক দিনে রেকর্ড ৪৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে

খুলনা বিভাগের ১০ জেলা যথাক্রমে , খুলনা, যশোর, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া ও বাগেরহাটে শনিবার (২৬ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের সকল ঘটনা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো।

খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলন জানিয়েছেন, গত মঙ্গলবার থেকে খুলনায় চলছে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন। লকডাউন বাস্তবায়ন ও মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় ১৭ জনকে ১৩ হাজার ৬০০ টাকা জরিমানা ও একজনকে স্বল্পমেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। এদিকে, হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের দশ জেলায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২ হাজার ২২ জনের নমুনা পরীক্ষা করে ৮৪৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ শতাংশ।

এছাড়া খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের উদ্যোগ ও পরিকল্পনায় সার্কিট হাউজে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন, খুলনা সার্কিট হাউজের সৌন্দর্যবর্ধন, ডিজিটাল কক্ষ ব্যবস্থাপনা ও কনফারেন্সকক্ষ আধুনিকায়ন, প্রধান ফটকের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, খুলনা কালেক্টরেট জামে মসজিদের দ্বিতীয় তলার উদ্বোধন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের আধুনিকায়নের অংশ হিসেবে প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।  

যশোর প্রতিনিধি জাহিদ হাসান জানিয়েছেন, যশোরে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এক দিনে রেকর্ড ৪৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯ শতাংশ। একইসঙ্গে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন ও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, করোনার কারণে ৫ মাস বেতন না পেয়ে অর্থ সহায়তা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যশোর উপশহর মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম। করোনার কারণে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের ৪ সদস্য নিয়ে পড়েছেন চরম অর্থসংকটে। সামাজিক মর্যাদার কারণে এতদিন কারও কাছে সহায়তার হাত না পাতলেও নিরুপায় হয়ে এবার আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি।

বেনাপোল সংবাদদাতা জানান, যশোরের শার্শার সাতমাইল পশুরহাটে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ায় অবশেষে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা।  

কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ জানান, জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। অদৃশ্য এ ভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনাভাইরাসের সংক্রমণ কমাতে কুষ্টিয়া জেলায় এক সপ্তাহের লকডাউন চলছে। রোববার (২০ জুন) রাত ১২টা থেকে শুরু হওয়া এই লকডাউন আগামীকাল রোববার (২৭ জুন) রাত ১২টা পর্যন্ত চলবে।  

এদিকে শুক্রবার (২৫ জুন) রাতে কুষ্টিয়ার জেলা প্রশাসকের অফিস থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২২৩ নমুনা পরীক্ষা করে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫ দশমিক ৬৪ শতাংশ। এ সময় ৭ জনের মৃত্যু হয়েছে।    

অপরদিকে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনাভাইরাস ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন থেকে জেনারেল হাসপাতালে শুধু করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা দেওয়া হবে। 
 
বাগেরহাট প্রতিনিধি তানজীম আহমেদ জানিয়েছেন, করোনা সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটে ৩য় দিনের মতো লকডাউন চলছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৭৩ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।

অপরদিকে, দুপুরে বাগেরহাটে ফকিরহাট টু গৌরম্ভা পাকা রাস্তার ওপর থেকে ১৯২ পিস ইয়াবাসহ মো. মাহমুদ ঢালী (৫০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৬। তিনি ফকিরহাট উপজেলার দিয়াপাড়া এলাকার মো. মোসলেম ঢালীর ছেলে। র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. বজলুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
 
চুয়াডাঙ্গা প্রতিনিধি আফজালুল হক জানিয়েছেন, ভারতে পাচারকালে ১৪ কেজি চান্দি রুপাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বেলা ১১ টার দিকে দামুড়হুদা উপজেলার হরিবুদপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
তারা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের নওশদ আলীর ছেলে জিসান আলী (হৃদয়) (২০) ও একই এলাকার জিয়াউর রহমানের ছেলে বিপুল হোসেন (২১)।
 
ঝিনাইদহ প্রতিনিধি আল মামুন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে জেলায় ৩৬টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪ জন। শনাক্তের হার ৩৮ দশমিক ৮৮ শতাংশ। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এতথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে, লকডাউনের কারণে আম বিক্রি করতে পারছেন না ব্যবসায়ীরা। দূর-দুরান্ত থেকে আমের ব্যাপারিরা আসছে না আম কিনতে। ফলে গাছে আম বাগানেই পচে নষ্ট হচ্ছে। তবে কৃষকরা যদি এ আমগুলো ঢাকা কিংবা দেশের বিভিন্ন জেলায় নিয়ে গিয়ে বিক্রি করতে চায় তাহলে কৃষকদেরকে সেই ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

মেহেরপুর সংবাদদাতা জানিয়েছেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি সকল সদস্যদের কাজের স্বীকৃতি স্বরূপ ইউনিয়ন দলনেতা-দলনেত্রী ও প্লাটুন কমান্ডারদের মাঝে বাইসাইকেল, ছাতাসহ সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়েছে। বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম আনসার ও ভিডিপি সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন।

এদিকে, মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ১৬ জন। আর  মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৫৫৬ জন। আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬২ জন।

মাগুরা সংবাদদাতা জানিয়েছেন, ২৪ ঘণ্টায় নতুন করে আটজনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪৪ জনের। এ সময় মারা গেছেন ২৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৫ জন। 

নড়াইল সংবাদদাতা জানিয়েছেন, ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৭০ জন। মোট মারা গেছে ৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৯ জন।

এদিকে নড়াইলে চলমান এক সপ্তাহের লকডাউনের ৬ষ্ঠ দিন চলছে। লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে রাস্তায় চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

নড়াইলে অভিযান চালিয়ে ৩ হাজার ৭৬৫ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, নড়াইল শহরের মহিষখোলা গ্রামের আলী আহম্মেদের ছেলে মো. সেলিম হোসেন এবং কক্সবাজারের উখিয়া থানার নালবনিয়া পালংখালী গ্রামের মো. জাহেদ আলমের ছেলে মো. ইউনুস মোল্লা। লোহাগড়া থানা পুলিশের ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মোহাম্মদ মিলন/এমএএস