রংপুর বিভাগের আট জেলার মধ্যে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও গাইবান্ধায় শনিবার (২৬ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ঘটনা সংক্ষিপ্ত আকারে ঢাকা পোস্টে তুলে ধরা হলো-

রংপুরের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং লালমনিরহাটে করোনা আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রংপুর বিভাগে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ২৭৫ জন।

এদিকে রংপুরের পীরগাছায় ব্রাক্ষ্মণীকুন্ডা উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ফারুক হোসেন।

অপরদিকে পীরগাছায় আসমা বেগম (৩৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। দাবি করা হচ্ছে, আসমার স্বামী রাজু মিয়া গোপনে দ্বিতীয় বিয়ে করায় তাদের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে রাজু মিয়া তার প্রথম স্ত্রী আসমা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ি থেকে পালিয়েছেন।

এছাড়া রংপুরে শহীদ জননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে অনুষ্ঠানটির আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সভায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রংপুর মহানগর কমিটির সভাপতি যুগেশ ত্রিপুরা সভাপতিত্ব করেন।

লালমনিরহাট জেলা প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপন জানান, লালমনিরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে কুলছুম হ্যাপী (৫৫) মারা গেছেন। ১৭ দিন আগে করোনায় আক্রান্ত হয়ে তার স্বামী শিক্ষক জিয়াউল হায়দারও মারা যান।

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জুয়েল রানা জানান, কুড়িগ্রামে এবার আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে কাঁচা মরিচের দ্বিগুণ ফলন হয়েছে। তবে করোনার প্রভাবে কমেছে মরিচের ঝাঁঝ। বর্তমানে প্রতি মণ কাঁচা মরিচ ৬০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রত্যাশার চেয়ে কম দামে বিক্রি করে মাথায় হাত উঠেছে চাষিদের।

এদিকে ফুলবাড়ী উপজেলা থেকে জাহাঙ্গীর আলম (৩২) ও সাইদুল ইসলাম (২৮) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মোটরসাইকেলের ট্যাংকের ভেতরে অভিনব কায়দায় লুকিয়া রাখা ৮ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ফুলবাড়ী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে চাঁদা না পাওয়ায় কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী শারাফত আলীসহ (৫০) ঠিকাদারি প্রতিষ্ঠানের আব্দুস ছালাম, সামছুল হক ও রানা মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেছেন স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

গাইবান্ধা জেলা প্রতিনিধি রিপন আকন্দ জানান, ফুলছড়ি উপজেলার ফলিয়ার বিল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে নিখোঁজ সুজন মিয়া নামে এক মাঝির সন্ধান চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও জেলা নৌকা মালিক সমিতি। সমাবেশ থেকে অভিযোগ করা হয়, গত ২০ জুন থেকে সুজন মিয়া নিখোঁজ রয়েছেন।

অপরদিকে গোবিন্দগঞ্জ উপজেলা থেকে মাদক কারবারি স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। তাদের কাছ থেকে ৮ হাজার ১৮০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররা হলেন ফুলছড়ি উপজেলার লুৎফর রহমান লালন (৩২), মাগুরা জেলার মোহাম্মদপুরের কামাল শেখ (৩৫) ও তার স্ত্রী ফাহিমা আক্তার (২৩)।

এছাড়া পলাশবাড়ী উপজেলার করতোয়া নদীতে গোসল করতে নেমে সৌমিক (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নদীতে ডুবে নিখোঁজ হওয়ার ৪ ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় ওই ছাত্রের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। বিকেলে কিশোরগাড়ী ইউনিয়নের খোদ্দ টেংরা গ্রামে এ ঘটনাটি ঘটে।
 
পঞ্চগড় জেলা প্রতিনিধি রনি মিয়াজী জানান, লকডাউন বাস্তবায়ন ও জনসচেতনতা সৃষ্টিতে ব্যবসায়ী-জনপ্রতিনিধের সঙ্গে জরুরি আলোচনা সভা করেছে পঞ্চগড় জেলা প্রশাসন। জেলা প্রশাসক জহরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন।

হিলি উপজেলা (দিনাজপুর) প্রতিনিধি সোহেল রানা জানান, দিনাজপুরের হিলিতে মাদক নির্মূলে পরামর্শমূলক সভা হয়েছে। দুপুরে নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করে আসক্ত পুর্নবাসন সংস্থা (আপস)। এতে স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নীলফামারী জেলা প্রতিনিধি মাহমুদ আল হাসান রাফিন জানান, বাড়ির পাশের ধানক্ষেতে জমে থাকা পানিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তৌফিকুল ইসলাম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয় সুজাত (৭) নামে অপর এক শিশু। দুপুরে সৈয়দপুর উপজেলার সিপাইগঞ্জ বাঁশতলীপাড়ায় এ ঘটনা ঘটে।

এমএসআর