ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। ঘোষিত তালিকায় রাজবাড়ী-১ আসন ও রাজবাড়ী-২ আসনেরও প্রার্থী রয়েছে।

জানা গেছে, রাজবাড়ী-১ ( সদর ও গোয়ালন্দ) আসনে জাতীয় পার্টির প্রার্থী করা হয়েছে জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চুকে এবং রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে জাতীয় পার্টির প্রার্থী করা হয়েছে অ্যাডভোকেট মো. শফিউল আজম খানকে।

সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করলেও ভোটের মাঠে সব দলের ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’ নির্বাচন থেকে সরে আসারও কথা বলেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

এদিকে ২০২৪ সালের ৫ আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই জাতীয় পার্টির কার্যক্রম নিষ্ক্রিয় রয়েছে। এরপর স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তাদেরও রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছিল ছাত্র জনতা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে রাজবাড়ী-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট  হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল) প্রতীকে ১ হাজার ৬১৮ ভোট পেয়ে ৫ম স্থান অধিকার করেন এবং রাজবাড়ী-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো.শফিউল আজম খান (লাঙ্গল) প্রতীকে ২ হাজার ৫৩৪ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করে উভয়েই জামানত হারান।

মীর সামসুজ্জামান সৌরভ/আরকে