ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোয়ালন্দ মোড়ের ঢাকা-খুলনা মহাসড়কের ওপর সর্বস্তরের ছাত্র-জনতা ও সাধারণ জনগণের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় তারা আধাঘণ্টার মতো ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাটমুখী সড়ক ব্লক করে রাখে। এতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের সেনানী ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি। আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তাকে হত্যা করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও তাদের আধিপত্য এখনো বহাল রয়েছে। গুলি করে কেবল ওসমান হাদিকেই নয়, যেন পুরো জুলাইকেই হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। অন্যথায় আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি রাজবাড়ী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়ক মো. রাশিদুল ইসলাম রাশেদ, মো. সাইদুর জামান সাকিব, খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাও. ইব্রাহিম খলিল, বৈষম্যবিরোধী ছাত্র নেতা রাজিব মোল্লা, আবু রায়হান রাফি, জুলাই যোদ্ধা আলতাফ মাহমুদ সাগরসহ সর্বস্তরের ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে শহীদ ওসমান হাদির আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

মীর সামসুজ্জামান সৌরভ/এআরবি