ছবি : ইনসাইটে জিরুনা ত্রিপুরা

দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এবার সংসদ সদস্য (এমপি) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তার এই উদ্যোগকে ঘিরে খাগড়াছড়ি জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে জিরুনা ত্রিপুরার পক্ষে সোমেন ত্রিপুরা ডালিম মনোনয়ন ফরম গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ নভেম্বর অন্তর্বর্তী সরকার জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তবে চলতি বছরের ৭ জুলাই তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে বিরত রাখা হয়। পরবর্তীতে ১৪ অক্টোবর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে।

জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে স্বজনপ্রীতি, শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদারি বিল আটকে ঘুষ আদায়সহ নানা গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগে বহিষ্কৃত হওয়ার পরও তার এমপি প্রার্থী হওয়ার ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

মোহাম্মদ শাহজাহান/এআরবি