‎​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে সিলেটের রাজনৈতিক অঙ্গন। এরই ধারাবাহিকতায় সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতা, রাজনৈতিক বিশ্লেষক ও শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) সাবেক জিএস স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মো. নুরুজ্জামান জামান।

রোববার (২৮ ডিসেম্বর) জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমানের কার্যালয় থেকে অধ্যাপক নুরুজ্জামান জামানের পক্ষে তার সমর্থক ও প্রতিনিধিরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।‎

‎​মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত নেতাকর্মীরা অধ্যাপক নুরুজ্জামান জামানের পক্ষে জয়ের আশাবাদ ব্যক্ত করেন এবং নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করেন।‎

‎​উল্লেখ্য, সিলেট-৫ আসনটি জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত। জাতীয় সংসদের এই গুরুত্বপূর্ণ আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা অধ্যাপক মো. নুরুজ্জামান জামানের অংশগ্রহণ নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

এএমকে