আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে, ছয়টি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৫৬ জন প্রার্থী।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১০ জন প্রার্থী এবং তারা সবাই মনোনয়ন দাখিল করেছেন। সিলেট-২ আসনে ১০ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ জন। সিলেট-৩ আসনে ১১ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ জন প্রার্থী। সিলেট-৪ আসনে ৮ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৭ জন।

সিলেট-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৬ জন। সিলেট-৬ আসনে ৯ জন মনোনয়ন সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন প্রার্থী।

মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা হাবিবুর রহমান, বিএনপি মনোনীত খন্দকার আব্দুল মুক্তাদির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এহতেশামুল হক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রনব জ্যোতি পাল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মো. শামীম মিয়া, গণঅধিকার পরিষদ মনোনীত আকমল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহমুদুল হাসান, খেলাফত মজলিস তাজুল ইসলাম হাসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সঞ্জয় কান্তি দাস।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন তাহসিনা রুশদীর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মো. আবরার ইলিয়াস (স্বতন্ত্র) মো. মুজিবুল হক (গণফোরাম), মো.আব্দুল হান্নান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মাহবুবুর রহমান চৌধুরী (জাতীয় পার্টি), মুহাম্মদ মুনতাছির আলী (খেলাফত মজলিস), জামান আহমদ সিদ্দিকী (গণঅধিকার পরিষদ), মোহাম্মদ আব্দুস শহীদ (স্বতন্ত্র), মো.আমির উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

সিলেট-৩ আসনে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন মোহাম্মদ আব্দুল মালিক (বিএনপি), লোকমান আহমদ (জামায়াত), মোহাম্মদ আতিকুর রহমান (জাতীয় পার্টি), নুরুল হুদা জুনেদ (এনসিপি), দিলওয়ার হোসাইন (খেলাফত মজলিস), রেদওয়ানুল হক চৌধুরী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী (স্বতন্ত্র), মুসলেহ উদ্দীন রাজু (বাংলাদেশ খেলাফত মজলিস), মইনুল বাকর(স্বতন্ত্র)।

সিলেট-৪ আসনে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন আরিফুল হক চৌধুরী (বিএনপি), মো.জয়নাল আবেদীন (জামায়াত), মো. রাশেদ উল আলম (এনসিপি), জহিরুল ইসলাম (গণঅধিকার পরিষদ),  আলী হাসান (খেলাফত মজলিস), মাওলানা সাইদ আহমদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোহাম্মদ মুজিবুর রহমান (জাতীয় পার্টি)।

সিলেট-৫ আসনে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন উবায়দুল্লাহ ফারুক (জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ), হাফিজ মো. আনওয়ার হোসাইন খান (জামায়াত), মামুনুর রশীদ (স্বতন্ত্র), মো. বিলাল উদ্দীন (বাংলাদেশ মুসলিম লীগ), মোহাম্মদ আবুল হাসান (খেলাফত মজলিস), মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ (জাতীয় পার্টি)।

সিলেট-৬ আসনে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন মোহাম্মদ সেলিম উদ্দিন (জামায়াত), অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী (বিএনপি), ফয়সল আহমদ চৌধুরী (বিএনপি), জাহিদুর রহমান (গণঅধিকার পরিষদ), মো.ফখরুল ইসলাম (স্বতন্ত্র), মোহাম্মদ আব্দুন নূর (জাতীয় পার্টি)।

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, মনোনয়ন দাখিলের শেষদিনে মোট ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও এর আগে ছয়টি আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

মাসুদ আহমদ রনি/এএমকে