সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু
সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার কিছুটা কমলেও মৃত্যুর হার কিছুতেই কমছে না। গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও আটজন মারা গেছেন। এ নিয়ে উপসর্গে জেলায় মারা গেলেন ৩২২ জন। তবে করোনায় মারা গেছেন ৬৬ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ শতাংশ। জেলায় আজ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৬২ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩৪ জন।
বিজ্ঞাপন
এ ছাড়া জেলায় বর্তমানে ৮৬২ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ২৭ জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৭ জন বেসরকারি বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। বাকীরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৫৪ জনের শরীরে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে।
বিজ্ঞাপন
আকরামুল ইসলাম/এসপি