গাইবান্ধায় গাছচাপায় আপন দুই বোনের মৃত্যু
গাইবান্ধা সদর উপজেলায় গাছচাপায় ফিয়া মনি (১১) ও জান্নাতি খাতুন (দেড় বছর) নামে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার রঘুনাথপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু একই গ্রামের ফরিদ মিয়ার কন্যা।
বিজ্ঞাপন
স্থানীয়দের বরাতে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান জানান, ঘটনার সময় ফরিদ মিয়ার রান্নাঘরের পাশে খেলছিল ফিয়া মনি ও জান্নাতি। এ সময় পার্শ্ববর্তী বাড়িতে একটি বড় গাছ কাটছিলেন শ্রমিকরা। হঠাৎ করে গাছটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাচীর ভেঙে ফরিদ মিয়ার রান্নাঘরের ওপর পড়ে।
এতে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয়। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করলেও কোনো লাভ হয়নি।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহত দুই শিশু আপন বোন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপন আকন্দ/এমজে