রাজবাড়ী জেলা কারাগারের সামনে পূর্বশত্রুতার জের ধরে জামিনে মুক্ত এক যুবককে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চরলক্ষ্মীপুর এলাকায় জেলা কারাগারের গেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী শিমুল ও সাব্বিরের নেতৃত্বে অজ্ঞাত ৮ থেকে ১০ জন যুবক কারাগার থেকে জামিনে মুক্ত গঙ্গাপ্রসাদপুর গ্রামের দারোগ আলী মন্ডলের ছেলে নয়ন মন্ডলকে লক্ষ্য করে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি ছোড়ে। গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে সদর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।

একটি সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসী পিয়ারুল ও শিমুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জামিনে মুক্তি পাওয়া আসামি নয়ন মন্ডল সন্ত্রাসী পিয়ারুলের গ্রুপের সদস্য হওয়ায় সন্ত্রাসী শিমুল গ্রুপের শিমুল, সাব্বির, কিবরিয়া ও অজ্ঞাত আরও কয়েকজন সন্ত্রাসী নয়নের প্রাণনাশের উদ্দেশ্যে এই হামলা চালায়।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, নয়ন নামের এক যুবক সন্ধ্যায় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তার প্রতিপক্ষরা তাকে প্রাণনাশের উদ্দেশ্যে লক্ষ্য করে গুলি করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি জানার পর আমি নিজে এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে একটি তাজা অ্যামুনিশন (গুলির খোসা জাতীয় বস্তু) উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মীর সামসুজ্জামান সৌরভ/এআরবি