পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গলায় খাবার আটকে আবু সুফিয়ান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকায় শিশুর খালুর বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আবু সুফিয়ান তেঁতুলিয়া উপজেলার রনচন্ডী গুয়াবাড়ী এলাকার নুর আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু সুফিয়ান তার মায়ের সঙ্গে খালুর বাড়িতে বেড়াতে আসে। বিকেলে ভাত খাওয়ার সময় হঠাৎ তার গলায় খাবার আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মো. নুর হাসান/এমজে