মিয়ানমার থেকে সাঁতরে বাংলাদেশে নাফ নদী তীরে এসেছে দুই বুনো মা হাতি। শনিবার (২৬ জুন) সন্ধায় পাচঁ ঘণ্টা পর হাতি দুটি উদ্ধার করে বনাঞ্চলে ঢুকিয়ে দেন আইইউসিএন বাংলাদেশের এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা। কিন্তু রোববার (২৭ জুন) দুপুরে আবারও হাতি দুটি টেকনাফের জালিয়াপাড়া পয়েন্ট দিয়ে নাফ নদীতে নেমে পড়ে।

বর্তমানে হাতি দুটির অবস্থান শাহপরীর দ্বীপ জেটির কাছাকাছি বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ।

বন বিভাগ ও স্থানীয়দের ধারণা, খাদ্যাভাবে মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া-সংলগ্ন এলাকা নাফ নদী দিয়ে বনাঞ্চলে ঢোকার চেষ্টা করছিল হাতি দুটি। এ সময় স্থানীয় লোকজনের ভিড় দেখে নাফ নদীর তীরে প্যারাবনে ছোটাছুটি করছিল।

টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ ঢাকা পোস্টকে বলেন, টেকনাফ সীমান্তের নাফ নদীর প্যারাবনে দুটি মা হাতি এদিক-ওদিক ছোটাছুটি করছিল। পরে পাচঁ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করে হাতি দুটি পাহাড়ের দিকে ঢুকিয়ে দেওয়া হয়।

কিন্তু রোববার সকাল থেকে হাতি দুটি আবারো নাফ নদীর তীরে ফিরে আসে। হাতি দুটিকে বাংলাদেশ ফরেস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা। তবে এর আগে গত বছর আগস্ট মাসে মিয়ানমার থেকে সাঁতরে আরও একটি হাতি এসেছিল বলে জানান বন বিভাগের এ কর্মকর্তা।

মহিববুল্লাহ মুহিব/এনএ