জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে পাঁচবিবি বাজারের স্টেশন রোডের ‘মন্ডল জুয়েলার্সে’ এ ঘটনা ঘটে। ডাকাত দল দোকানের তালা কেটে ভেতরে ঢুকে সিন্দুক ভেঙে প্রায় ৩৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী দোকান মালিক জানান, শুক্রবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান মালিক নূর ইসলাম। শনিবার ভোর ৪টার দিকে একটি মাইক্রোবাসযোগে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত দোকানের সামনে এসে দাঁড়ায়। তারা প্রথমেই বাজারের নৈশপ্রহরী ভুট্টু হোসেনের হাত-পা বেঁধে তাকে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর ডাকাতরা দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা সিন্দুকটি টেনে রাস্তায় বের করে আনে এবং সেটির তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নৈশপ্রহরীকে রাস্তায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
  
দোকান মালিক নূর ইসলাম বলেন, আমি বাজারের নৈশপ্রহরীর কাছ থেকে আমার স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা জানতে পেরে দ্রুত ছুটে আসি। এরপর দেখি আমার দোকানের সিন্দুক সড়কের পাশে তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। সিন্দুকে রাখা ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা নেই।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোকানের সিসি টিভির ক্যামেরায় ডাকাতির দৃশ্য ধরা পড়েছে। আমরা এটি পর্যালোচনা করছি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

চম্পক কুমার/আরএআর