দ্বৈত নাগরিকত্ব
শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল
ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী
শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র দ্বৈত নাগরিকত্বের কারণে চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ।
শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র ও হলফনামা যাচাই-বাছাইয়ের সময় তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি উঠে আসে। এ কারণে প্রথমে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান তার মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করেন এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র জমা দেওয়ার জন্য বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দেন।
বিজ্ঞাপন
তবে নির্ধারিত সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিলের চূড়ান্ত প্রমাণপত্র জমা দিতে না পারায় বিকেল সাড়ে ৫টার দিকে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাইয়ের সময় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী নিজেই তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি স্বীকার করেন। তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের জন্য আবেদন করেছেন জানালেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের কোনো বৈধ দলিল দাখিল করতে পারেননি। সংবিধান ও নির্বাচন আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব বহাল রেখে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরপরই ২৫ ডিসেম্বর তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিলের জন্য আবেদন করেন। বড়দিন ও নতুন বছরের ছুটির কারণে আবেদন প্রক্রিয়ায় বিলম্ব হয়েছে। তিনি নাগরিকত্ব বাতিলের আবেদন ও ফি জমার কাগজপত্র মনোনয়নপত্রের সঙ্গে জমা দিয়েছেন বলেও দাবি করেন।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার সহযোগী সুজন ঢাকা পোস্টকে বলেন, অ্যাম্বাসি থেকে প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে তা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া সম্ভব হয়নি। কাগজপত্র হাতে পেলে তারা আপিল করবেন এবং সে লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মনোনয়ন বাতিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে দ্বৈত নাগরিকত্বের কারণে শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয়। বিকেল ৫টা পর্যন্ত সময় দেওয়া হলেও তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিলের সঠিক ও চূড়ান্ত কাগজপত্র জমা দিতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শেরপুর-২ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন, যার মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নাইমুর রহমান তালুকদার/আরএআর