ভোক্তার অভিযান
চিনি ও ঝোলা গুড় মিশিয়ে তৈরি করা হয় ‘খেজুরের গুড়’
মানিকগঞ্জে ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভেজাল গুড় তৈরি উপকরণ ধ্বংস ও অভিযুক্তকে অর্থদণ্ড করা হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর থেকে জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার গোপীনাথপুরের মোয়াজ্জেম পাড়ায় ককেল প্রামাণিনকের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল।
বিজ্ঞাপন
জানা গেছে, রস ছাড়াই ৫ কেজি চিনির সঙ্গে অতিরিক্ত ৫ কেজি ঝোলা গুড় ও পানি মিশিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরি করছিলেন ককেল প্রামাণিক নামের ওই ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির সকল উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়। পরে গুড় তৈরি চুলা ও তৈরি করা ভেজাল গুড় নষ্ট করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজকে ভোরের দিকে ওই ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালানা করা হয়। ভেজাল গুড় তৈরি দায়ে ককেল প্রামাণিকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়।
বিজ্ঞাপন
অভিযানকালে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি সামসুন্নবি তুলিপসহ আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে,ভেজাল গুড় তৈরিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সোহেল হোসেন/আরকে