নাটোরের উন্নয়ন বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে নিয়ে আন্তরিকভাবে কাজ করার কথা জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক শামীম আহমেদ। রোববার (২৮ জুন) বিকেল সাড়ে তিনটায় জেলার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এর আগে ২২ জুন নাটোরের ২২তম জেলা প্রশাসক হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

নাটোর জেলা প্রশাসনের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরও বলেন, আপনাদের উপস্থিতিতে আমি মুগ্ধ হয়েছি। আপনাদের দেখে আমার মন ভরে গেছে। আপনাদের সঙ্গে কাজ করতে চাই। আপনাদের সঙ্গে নিয়েই আমি পুরো জেলায় ছুটে বেড়াতে চাই।

ব্যক্তিগত জীবনের ব্যাখ্যা দিয়ে ডিসি বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। বিলাসবহুল জীবন আমি পছন্দ করি না। আমি সবার মতো সাধারণভাবে চলতে পছন্দ করি।

শামীম আহমেদ বলেন, সাংবাদিকরা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তিনি সাংবাদিকদের প্রশংসা করেন এবং বলেন, সাংবাদিকদের কল্যাণে আমি সব সময় পাশে থাকব। তিনি নাটোরের ঐতিহ্য, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য নিয়েও কথা বলেন।

শুভেচ্ছা বিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ শাওনসহ জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিকরা তাদের শুভেচ্ছা বক্তব্যে নাটোরের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, জেলার প্রচুর ইতিহাস ঐতিহ্য রয়েছে। সেগুলো আমাদের ধরে রাখা উচিত। এসময় অনেক সম্ভাবনা নিয়েও কথা বলেন তারা।

তাপস কুমার/এমএএস