রংপুরের মিঠাপুকুরে বালুবোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত অটোবাইকে থাকা অন্তঃসত্ত্বা যাত্রীসহ অটোচালক নিহত হয়েছেন। মহাসড়কের পাশে ওই যাত্রীকে নিয়ে আরও যাত্রীর জন্য দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে অটোবাইকে ধাক্কা দেয় ট্রাক্টরটি। এতে ঘটনাস্থলেই অটোচালক ওবায়দুল ইসলাম ও যাত্রী হাসিনা পারভীন মারা যান।

রোববার (২৭ জুন) দুপুরে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের মোসলেমবাজার এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে যান।

নিহত অটোচালক ওবায়দুল ইসলাম (৩৫) রংপুর নগরের মর্ডান মোড় ও হাসিনা পারভীন (৩০) বাবুখাঁ এলাকার বাসিন্দা। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোচালক ওবায়দুল যাত্রী হাসিনা পারভীনকে নিয়ে মিঠাপুকুরের গড়েরমাথা হয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে মিঠাপুকুর-ফুলবাড়ি মহাসড়কের মোসলেমবাজার এলাকায় যাত্রী নেওয়ার জন্য অটোবাইকটি দাঁড়িয়ে ছিল।

এ সময় পেছন থেকে একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। নিহত হাসিনা পারভীন ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান বলেন, সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে স্বজনদের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অটোবাইক ও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর