গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন করোনায় এবং আটজন উপসর্গ নিয়ে মারা গেছেন। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। 

এছাড়াও জেলায় এক বছর পর একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর আগে, ২০২০ সালের ১৬ জুন সর্বশেষ জেলায় একদিনে সর্বোচ্চ ১৪৫ জনের করোনা শনাক্ত হয়। 

এদিকে নতুন করে কোনো প্রকার করারোপ ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ২০২১-২২ অর্থবছরে ৫৪ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৭৪৮ টাকা ৩৫ পয়সা বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি ৫৩ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা। উদ্বৃত্তর পরিমাণ ৩৬ লাখ ৫০ হাজার ২৪৮ টাকা ৫০ পয়সা। 

রোববার বিকেলে পৌরসভার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন। 

একই উপজেলায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

অপরদিকে, ময়মনসিংহের ভালুকায় ওভারটেক করতে গিয়ে এক ফকলিফটের সঙ্গে আরেক ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাঝখানে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অজ্ঞাত এক পথচারির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ২জন। রোববার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার মেহেরাবাড়ী মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. মশিউর রহমান।

নেত্রকোনা প্রতিনিধি জানান, ময়মনসিংহের মতো নেত্রকোনা জেলাতেও একদিনে সর্বোচ্চ ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তদের মধ্যে ২৬ জন পুরুষ এবং ২২ জন নারী রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২৮ জনে এবং জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ১৩৪ জন। আর মারা গেছেন ২৯ জন। রোববার সকালে নেত্রকোনার সিভিল সার্জন মোহাম্মদ সেলিম মিঞা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

নেত্রকোনায় পঁয়তাল্লিশ বছর বয়সী পাঁচ সন্তানের এক নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোশারফকে (৩৫) গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। রোববার দুপুরে জেলার মদন থানা পুলিশ ওই যুবককে নেত্রকোনা আদালতে প্রেরণ করে। 

এদিকে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এফ এম মোবারক আলী বলেছেন, জিংক সমৃদ্ধ চাউল ক্ষুধা নিবারণে অনন্য। নেত্রকোনা অঞ্চলে দিন দিন জিংক ধানের আবাদ সম্প্রসারিত হচ্ছে। দেশের প্রতিটি অঞ্চলে জিংক চাউলকে আলাদাভাবে উপস্থাপনের জন্য ব্র্যান্ডিং জরুরি। রোববার দুপুরে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এছাড়াও, দুপুরে জেলার কলমাকান্দার ভাগবেড় গ্রামে পুকুরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সুলতান মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান। 

শেরপুর প্রতিনিধি জানান, নান্দনিক শেরপুর গড়তে সাংবাদিকদের একান্ত সহযোগিতা কামনা করে নবাগত জেলা প্রশাসক মোমিনুর রশীদ বলেছেন, জেলা প্রশাসনের সকল সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে চাই। এজন্য ইতোমধ্যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে ওইসব কার্যক্রম শেষ হলে মানুষ ঘরে বসেই সেবা নিতে পারবেন।। 

জামালপুর সংবাদদাতা জানান, জামালপুরের বকশীগঞ্জে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসহ যৌন, প্রজনন স্বাস্থ্য এবং অধিকার উন্নয়নের জন্য কমিউনিটি ভিত্তিক কার্যক্রমের আওতায় বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

উবায়দুল হক/এমএএস