বেনাপোলের ভবারবেড় গ্রামে করোনায় আক্রান্ত হয়ে মরিয়ম খাতুন (২৪) নামে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) দুপুরে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মরিয়ম খাতুন ভবারবেড় গ্রামের সালাউদ্দিনের স্ত্রী।

নিহতের শ্বশুর আয়ুব হোসেন জানান, ১৫ দিন ধরে মরিয়ম জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলে। তবে স্থানীয় ডাক্তারের পরামর্শে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। হঠাৎ দুপুরে তার শ্বাসকষ্ট বাড়তে থাকে। পরে চিকিৎসা দেওয়ায় জন্য যশোর হাসপাতালে নেওয়ার পথে মরিয়মের মৃত্যু হয়। পুত্রবধূ গর্ভবতী ছিলেন বলে তিনি জানান।

শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ইউসুফ আলী বলেন, মরিয়ম নামে এক গর্ভবতী করোনায় আক্রান্ত হলে তার পরিবার বাড়িতে রেখেই চিকিৎসা দিচ্ছিল।  দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এছাড়া উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ দাফন করা হয়েছে। বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

এমএসআর