শরীয়তপুরে আ. লীগ, যুবশক্তি ও বিজেপির ৩শর বেশি নেতাকর্মীর বিএনপিতে যোগদান
শরীয়তপুরে আওয়ামী লীগ, যুবশক্তি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার বুড়িরহাট এলাকায় আঞ্চলিক বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুদ্দিন আহাম্মেদ অপু ও শরীয়তপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের হাতে ফুলের মালা পরে আওয়ামী লীগ যুবশক্তি ও বিজেপির তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব এবং বাংলাদেশ জাতীয় পার্টির যুব সংহতির সদস্য সচিব মো. সিয়াম।
জানা গেছে, বিএনপিতে যোগদানের আগে শুক্রবার বিকেলে মজিবর রহমান খোকন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি স্ট্যাটাসে ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করেন।
পরে এবিষয়ে জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন বলেন, বিগত সরকারের সময় নানা নির্যাতনের শিকার হয়েছি। এসব বাস্তবতার কারণে আওয়ামী লীগের সব পদ থেকে সরে দাঁড়িয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর হাত ধরে দুই শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিয়েছি।
জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে প্রত্যাশা ছিল, তা বাস্তবায়ন হয়নি। সে কারণে জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছি।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা একটি পরিবার গড়তে চাই। হিংসা ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে উন্নত ও সমৃদ্ধ শরীয়তপুর গড়াই আমাদের লক্ষ্য।
বিএনপিতে যোগদানের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
নয়ন দাস/এমটিআই