শিমুলিয়া ঘাটে নেই যাত্রীর চাপ, চলছে ১৪ ফেরি
গত কয়েকদিন ধরে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রীর চাপ দেখা গেলেও তা আজ নেই। সোমবার (২৮ জুন) সকাল থেকেই ঘাট অনেকটা ফাঁকা। স্বাভাবিকভাবে পণ্যবাহী গাড়ি ও জরুরি সেবামূলক অ্যাম্বুলেন্সসহ অন্যান্য গাড়ি পারাপার হচ্ছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে এখন ১৪টি ফেরি চলছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি কর্মকর্তারা।
এদিকে শিমুলিয়া ঘাট এবং মুন্সিগঞ্জের নিমতলা ও কুচিয়ামোড়া এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো আছে। সেখান থেকে অনেক গাড়ি ও যাত্রীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৫ জুন) থেকে করোনার কারণে সরকার ঘোষিত লকডাউনে অমান্য করে দক্ষিণবঙ্গগামী মানুষ বাড়িতে ফিরতে শুরু করেন। তার মধ্যেই শুক্রবার ও শনিবার ঢাকাগামী মানুষের চাপ ছিল বেশি। তবে রোববার শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গমুখী মানুষের স্রোত ছিল। যাত্রীর চাপে ফেরিগুলো ঠিকমতো পরিবহন পার করতে পারছিল না। তবে আজ সকাল থেকে মাওয়া ঘাটে যাত্রীর চাপ নেই।
বিজ্ঞাপন
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন, ঘাটে ফেরি, যাত্রী কোনো কিছুরই চাপ নেই। স্বাভাবিক নিয়মে ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, বর্তমানে এ নৌরুটে ১৪টি ফেরি চলছে। সকাল থেকে যাত্রীদের কিছুটা ভিড় ছিল, এখন যাত্রী চাপ নেই।
ব.ম শামীম/এসএসএইচ