বগুড়ার সারিয়াকান্দিতে পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার চুরি বেড়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন সেচের মালিক ও কৃষকরা। 

গতকাল রোববার (২৭ জুন) দিবাগত রাতে বিএডিসি বরেন্দ্র সেচ প্রোজেক্টের ছয়টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে উপজেলার সারিয়াকান্দি সদরের পারতিতপরল গ্রামের শাহজাহান কবির টুটুলের ৩টি এবং একই গ্রামের ইন্জিনিয়ার আব্দুস ছালামের ৩টি। কয়েকদিন আগেও উপজেলার হাটশেরপুর ইউনিয়নের গোদাগাড়ী গ্রাম থেকে তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে।

সোমবার (২৮ জুন) সকালে ভুক্তভোগী টুটুল মিয়া জানান, ধানের মাড়াইকাজ শেষ হলে আমরা প্রোজেক্টে আর কোনো পাহাড়াদার রাখি না। এ সুযোগে রাতের আঁধারে কে বা কাহারা আমাদের ট্রান্সফরমার চুরি করেছে। এ বিষয়ে আমরা বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি সারিয়াকান্দি জোনাল অফিসকে অবগত করেছি।

দুপুরে সারিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাফি মন্ডল জানিয়েছেন, এলাকা বা এলাকাবহির্ভুত কিছু দুষ্কৃতিকারী আমার ইউনিয়নে কয়েকমাস হলো রাতে জিনিসপত্র চুরি করছে। এমন অভিযোগ প্রায়ই পাই। এ বিষয়ে সারিয়াকান্দি প্রশাসনকে আমি অবগত করেছি। তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

সারিয়াকান্দি থানা পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে আমার কাছে আজ একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত সাপেক্ষে চোর ধরার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সারিয়াকান্দি জোনাল অফিসের ডিজিএম অসিত কুমার শিকদার মুঠোফোনে জানান, গত বছরগুলোর তুলনায় এ বছর উপজেলায় ট্রান্সফরমার চুরির পরিমাণ অনেক বেশি। এ বিষয়ে নানা পদক্ষেপ গ্রহণ করেও কোনো কাজ হচ্ছে না।

সাখাওয়াত হোসেন জনি/এমএএস