হেলিকপ্টারে বউ এনে জরিমানা গুনতে হলো বরপক্ষকে
বরের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা
শরীয়তপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জনসমাগমের মাধ্যমে বিয়ে করে হেলিকপ্টারে বউ আনায় বরপক্ষকে জরিমানা করা হয়েছে। সোমাবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরের চাচাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
বরের নাম সাগর আহমেদ সরদার (২৬)। তিনি সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাসানচর নতুনহাট গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলী করিম খন্দকারের মেয়ে কাউনান খন্দকার বন্যার (২৩) সঙ্গে সাগর আহমেদ সরদারের বিয়ে হয়। বিয়ের পর তিনদিন ওই এলাকায় অবস্থান করেন বর ও কনে। সোমবার (২৮ জুন) বেলা ১১টায় হেলিকপ্টারে করে বরের বাড়ি সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাসানচর নতুনহাট গ্রামে বউ নিয়ে আসা হয়। এ সময় নতুন বউ আর হেলিকপ্টার দেখার জন্য গ্রামের শত শত লোক ভিড় জমায়। তাদের কারও মুখে মাস্ক ছিল না। হেলিকপ্টার থেকে নেমে পালকি ও ব্যান্ড পার্টি নিয়ে নতুন বউকে বর সাগর আহমেদ সরদারের বাড়িতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে বরের বাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই। জনসমাগম করে বিয়ে করায় ভ্রামমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই বলেন, করোনা মহামারিরক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে হেলিকপ্টারে করে বউ এনে এলাকায় জনসমাগম করায় বর সাগর আহমেদ সরদারের চাচা এম এ সালাম সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কেউ যদি স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
সৈয়দ মেহেদী হাসান/আরএআর