কুমিল্লায় করোনায় আরও ৩ জনের মৃত্যু
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৭৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩.০১ শতাংশ। বিদেশগামী দুইজনসহ আক্রান্তের সংখ্যা ১৭৭ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। যাদের বয়স ৬৫ থেকে ৭৫ এর মধ্যে। কুমিল্লা সিটি করপোরেশনে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।
সোমবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
জানা গেছে, নতুন করে কুমিল্লা সিটি করপোরেশনের ১০৩ জন, আদর্শ সদর উপজেলার ৯ জন, সদর দক্ষিণের ৩ জন, বুড়িচংয়ের ৪ জন, ব্রাহ্মণপাড়ার ৫ জন, চান্দিনার ৬ জন, চৌদ্দগ্রামের ৫ জন, দেবিদ্বারের ১১ জন, দাউদকান্দির ৫ জন, লাকসামের ৩ জন, লালমাইয়ের ১ জন, নাঙ্গলকোটের ১ জন, বরুড়ার ১০ জন, মনোহরগঞ্জের ২ জন, মুরাদনগরের ১ জন ও তিতাসের ২ জন ও হোমনার ৪ জন রয়েছেন।
মৃতদের মধ্যে আদর্শ সদরের একজন, চৌদ্দগ্রামের একজন ও বরুড়ার একজন রয়েছেন। এ নিয়ে কুমিল্লায় সর্বমোট মৃত্যু হয়েছে ৪৭৩ জনের। আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৫ জন।
বিজ্ঞাপন
এদিকে কুমিল্লায় ঢিলে ঢালাভাবে চলছে লকডাউন। শপিংমল-মার্কেট বন্ধ থাকলেও নির্দেশনা অমান্য করে চলছে সিএনজিচালিত অটোরিকশা আর ইজিবাইক।
আরএআর