হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে দুই অটোরিকশার (সিএনজি) সংঘর্ষে ঘটনাস্থলে আবুল কালাম (৫০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেলে মাধবপুর-চৌমুহনী সড়কের মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের নুরুজ্জামানের ছেলে।

মৌলভীবাজার প্রতিনিধি জানান, করোনা নিয়ন্ত্রণে আনতে সরকারি নির্দেশনা অমান্য করায় মৌলভীবাজারে ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ জুন) বিকালে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাইরে অবস্থান করায় মোবাইল কোর্টে ১৭২ জনকে এ টাকা অর্থদণ্ড করা হয়।

এ ছাড়া মৌলভীবাজারে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) সহযোগিতায় সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ জুন) দুপুরে কুসুমবাগ এলাকায় জেলার সাতটি উপজেলায় মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা ইয়াসমীন।

সিলেট প্রতিনিধি জানান, সিলেটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আতাউর রহমানকে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাকে আটক করা হয়েছে। জকিগঞ্জ থানার এসআই মখলিছ মিয়া মৌলভীবাজার জেলার বড়লেখা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। আতাউর জেলার জকিগঞ্জ উপজেলার বীরশ্রী গ্রামের নূর উদ্দিনের ছেলে।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, বিস্কুটের কার্টনে করে ইয়াবা নিয়ে চা পান করতে গিয়ে সুনামগঞ্জে লাখ মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাহিরপুর সদরের মধ্যতাহিরপুরের একটি চা স্টল থেকে রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদ নূর উদ্দিন/এনএ