উদ্ভাবন অবদানে পুরস্কৃত হলেন চাঁদপুরের ডিসি
ডিসি অঞ্জনা খান মজলিশ (ডানে)
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং আওতাধীন অধিদফতর বা সংস্থার সরকারি কাজে উদ্ভাবন বিষয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হয়েছেন।
মঙ্গলবার (১৯ জুন) দুপুরে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে সচিবালয়ে এক বিশেষ অনুষ্ঠনে তাকে সনদপত্র, ক্রেস্ট ও একটি মোবাইল সেট তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব নেওয়ার আগে অঞ্জনা খান মজলিশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দায়িত্ব পালন করেন। ডিসি অঞ্জনা খান মজলিশ বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে আমাকে ইনোভেশনের (উদ্ভাবনের) জন্য পুরস্কার প্রদান করে।
তিনি আরও বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে কাজ করার সময় কর্মকর্তারা যাতে অনলাইনে তাদের এআরসি আপলোডের তথ্য জানতে পারেন, এই ইনোভেটিভ আইডিয়া আমি দেই এবং বাস্তবায়নে কাজ করি। সেটা বাস্তবায়ন হওয়ায় পুরস্কৃত হই।
বিজ্ঞাপন
শরীফুল ইসলাম/এমএসআর