ইকোপার্কের ধস ঠেকাতে কাজ শুরু
ধস ঠেকাতে কাজ শুরু করেছে পাউবো
কয়েক দিনের ভারী বর্ষণে যমুনায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়ায় নদীতীরে নির্মাণাধীন ইকোপার্কের নির্ধারিত স্থানে ধস নামে। তবে ওই ধস ভয়াবহ হওয়ার আগেই মেরামতের কাজ শুরু করেছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
মঙ্গলবার (২৯ জুন) সকালে ইকোপার্ক এলাকায় মেসার্স শামিম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বালুবোঝাই জিও ব্যাগ ধসে যাওয়া অংশে ফেলার কাজ শুরু করেছে।
বিজ্ঞাপন
পাউবো সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে কাজিপুরে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের নির্দেশনা ও প্রচেষ্টায় যমুনা নদীর ডানতীরে ইকোপার্কের জন্য ১৬ একর জমি অধিগ্রহণ করা হয়। ওই বছরই পার্কের জন্য নির্ধারিত স্থানে মাটি ভরাট করা হয়।
একই বছর পার্ক এলাকায় নদীতীর সংরক্ষণের কাজও পাউবো শেষ করে। ৪ দিন ধরে পানি বৃদ্ধি পাওয়ায় ঢেউ আছড়ে পড়ে ইকোপার্ক এলাকায় তীর সংরক্ষণ ব্লকে ধস নামে। খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে ধস ঠেকাতে কাজ শুরু করে পাউবো।
বিজ্ঞাপন
ইকোপার্ক-সংলগ্ন স্থানীয় বাসিন্দা নওসের আলী জানান, ‘নদীর তীর বাইন্দা দিছে। কিন্তু কোনো কারণে যদি ছোটে (ভেঙে যায়) তাইলে আমরা শ্যাষ হইয়া যামু। তাই সব সময় হেগোর (পাউবো) নজর রাখা লাইগবো (লাগবে)।’
সিরাজগঞ্জ পাউবোর এসও হায়দার আলী বলেন, কাজিপুর এলাকার নদীতীর সংরক্ষণ কাজের ঝুঁকিপূর্ণ ৫২০ মিটার মেরামতের জন্য চলতি বছর ২৭ কোটি টাকার টেন্ডার আহ্বান করা হয়। ইকোপার্ক এলাকা ঝুঁকিপূর্ণ হওয়ায় ভাঙন থেকে রক্ষায় ১০ হাজার বালুর বস্তা ডাম্পিং করা হচ্ছে।
শুভ কুমার ঘোষ/এমএসআর