রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ১৯ জন। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমণ দাঁড়াল ৫৪ হাজার ৮২১ জনে। এর মধ্যে মারা গেছেন ৮৫১ জন।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এদিকে, বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় যে ১ হাজার ৫৯ জনের করোনা ধরা পড়েছে তার মধ্যে ৩৬৩ জনই করোনার হটস্পট রাজশাহী জেলার বাসিন্দা।

এছাড়া নাটোরে ১৬১ জন, বগুড়ায় ১৫২, নওগাঁয় ১১৩, পাবনায় ৯৯, চাঁপাইনবাবগঞ্জে ৬৬, জয়পুরহাটে ৬২ এবং সিরাজগঞ্জে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসেবে, ২৪ ঘণ্টায় বগুড়ায় ৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪ জন, রাজশাহীতে ৩ জন, নওগাঁয় দুজন এবং নাটোর, জয়পুরহাট ও সিরাজগঞ্জে একজন করে করোনায় প্রাণ হারিয়েছেন। এই একদিনে বিভাগে একমাত্র পাবনা জেলায় করোনায় মৃত্যুর খবর মেলেনি।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে করোনায় যে ৮৫১ জন প্রাণ হারিয়েছেন তার মধ্যে সর্বোচ্চ ৩৮৪ জন বগুড়ার বাসিন্দা। এছাড়া রাজশাহীতে ১৫২, চাঁপাইনবাবগঞ্জে ১০৮, নওগাঁয় ৭৬, নাটোরে ৫০, সিরাজগঞ্জে ৩০, জয়পুরহাটে ২৮ এবং পাবনায় ২৩ জন প্রাণ হারিয়েছেন।

এ পর্যন্ত বিভাগের আট জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৯৫৭ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৩ জন। এ পর্যন্ত বিভাগে করোনাজয় করেছেন ৩৮ হাজার ৫৯৪ জন। এরমধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৭ জন।

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর