করোনার সংক্রমণ ঠেকাতে নওগাঁয় চলমান বিশেষ বিধিনিষেধের মধ্যেই বেড়ে চলেছে সংক্রমণ। সোমবার থেকে মঙ্গলবার (২৯ জুন) পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় নমুনা পরীক্ষায় মোট শনাক্তের সংখ্যা ৪ হাজার ৩৫০।

২৪ ঘণ্টায় ৫৫২ নমুনা পরীক্ষার বিপরীতে ১১৩ জনের ফলাফল করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ২০ দশমিক ৪৭ শতাংশ। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৮ জুন করোনায় মৃত্যু ছিল একজনের। জেলা স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়। এ সময় নতুন ৫৫২ নমুনার বিপরীতে ১১৩ জনের করোনা শনাক্ত হয়।

এদের মধ্যে নওগাঁ সদর উপজেলার ৫৪ জন, আত্রাইয়ের ৯ জন, রানীনগরের ৩ জন, মান্দার ৬ জন, নিয়ামতপুরের ২ জন, ধামুইরহাটের ৫ জন, পোরশার ৬ জন, সাপাহারের ৮ জন, পত্নীতলার ৪ জন, মহাদেবপুরের ১৪ জন ও বদলগাছীর ২ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, পিসিআর ২৮৪ টেস্টে ৫৮ জন পজিটিভ ও অ্যান্টিজেন ২৬৮ টেস্টে ৫৫ জন পজিটিভ হন। নতুন ১১৩ জন আক্রান্ত হওয়ায় জেলায় মোট ৪ হাজার ৩৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় নিয়ামতপুর উপজেলায় দুইজন মারা গেছেন। জেলায় মোট মৃত্যু হয়েছে ৭৬ জনের।

শামীনূর রহমান/এমএসআর