ফরিদপুর করোনা হাসপাতালে ৯ জনের মৃত্যু, শনাক্ত ২১৩
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন এবং উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ২২০ জন। এ সময়ে ৪৭০ জনের নমুনা পরীক্ষা করে ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছে ১২ হাজার ৮৩৪ জনের।
বুধবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান।
বিজ্ঞাপন
করোনায় মারা যাওয়া তিনজন হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দেলোয়ার হোসেন (৭২), মাদারীপুরের রাজৈরের সুফিয়া বেগম (৬০) এবং কুষ্টিয়ার খোকসার জাহানারা বেগম (৬০)। করোনা উপসর্গে মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজনের বাড়ি ফরিদপুরে। একজন রাজবাড়ী সদরের বাসিন্দা।
ফরিদপুরে নতুন শনাক্ত ২১৩ জনের মধ্যে আলফাডাঙ্গায় ১৩, ভাঙ্গায় ৯, বোয়ালমারীতে ৭, নগরকান্দায় ৬, মধুখালীতে ৩, সদরপুরে ৩, চরভদ্রাসনে ২, ফরিদপুর সদরে ১৬৮ এবং সালথায় ২ জন রয়েছেন।
বিজ্ঞাপন
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে এ পর্যন্ত ১২ হাজার ৮৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন ২২০ জন।
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, ওই হাসপাতালে বুধবার (৩০জুন) সকাল পর্যন্ত ১৬৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ১২৯ জন, বাকিরা বিভিন্ন উপসর্গে ভর্তি রয়েছেন।
এসপি