নরসিংদীর রায়পুরায় আফসানা আক্তার (১৮) নামে এক তরুণীকে হত্যার ঘটনায় ৪১ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) দিবাগত রাতে নিহত আফসানা আক্তারের বাবা নান্নু মিয়া বাদী হয়ে এ মামলা করেন বলে জানিয়েছেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) দেব দুলাল দে। 

মামলার প্রধান আসামি অলফু মিয়া। তিনি পাড়াতলী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ফজলুল হকের ছেলে শাহ আলমের সমর্থক। এর আগে গত ২৭ জুন দিবাগত রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের সময় আফসানা আক্তার নামে ওই তরুণী নিহত হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরা পাড়াতলী ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলমের সঙ্গে সাবেক ইউপি সদস্য ফজলুল হকের ছেলে শাহ আলমের দীর্ঘদিনের বিবাদ ছিল।

সর্বশেষ গত মাসের মাঝামাঝি সময়ে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের টানা চারদিনের টেঁটাযুদ্ধে তিনজন নিহত হন। কিছুদিন পরিবেশ শান্ত থাকলেও রোববার সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজেনা দেখা দেয়। রাতে এক পক্ষ অপর পক্ষের প্রায় ১৫টি বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় মাথায় আঘাত পায় আফসানা নামে এক তরুণী। পরে সোমবার সকালে মৃত অবস্থায় বাড়ির পাশে তাকে পড়ে থাকতে দেখা যায়।

নিহতের পরিবারের দেওয়া তথ্য মতে, সাবেক ইউপি সদস্য ফজলুল হকের ছেলে শাহ আলমের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে। 

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) দেব দুলাল দে বলেন, গতরাতে মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

রাকিবুল ইসলাম/আরএআর