মাগুরা সদর হাসপাতালপাড়ার সুইপার কলোনীতে মানিক লাল ডোম (৪০) নামে পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (৩০ জুন) ভোরে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের ভাই হীরা লাল ডোম জানান, আট বছর বয়সী ছেলে শানকে নিয়ে সুইপার কলোনীর নিজ বাড়িতে মানিক লাল রাতে ঘুমিয়ে ছিলেন। বাড়িতে আর কেউ ছিলেন না। ভোর ৪টার দিকে ছেলে সান ঘুম ভেঙে দেখে তার বাবা রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। এ অবস্থায় শান চিৎকার দিলে পাশের বাড়িতে থাকা তার বড় ভাই আসান ও কাকা হীরা লাল গিয়ে মানিক লালের মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তারা পাশেই সদর থানায় খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মাগুরার সহকারী পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হত্যায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আরএআর