কুমিল্লায় ২ ঘণ্টায় সর্বোচ্চ ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে কুমিল্লা নগরীরে বিভিন্নস্থানে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নগর কুমিল্লার জনজীবন। বুধবার (৩০জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই অতি ভারী বর্ষণের রেকর্ড করা হয়।

বুধবার রাত ৯টায় কুমিল্লা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছে।

অতিবৃষ্টিতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে শত শত ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে পানি ঢুকে পড়েছে। নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। অতিবৃষ্টির কারণে নালা উপচে সড়কের মধ্যে পানি জমে গেছে।

কুমিল্লা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, কুমিল্লায় অতি ভারী বর্ষণ হয়েছে। চলতি মৌসুমে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। তাই চলতি সপ্তাহ এবং আগামী সপ্তাহে মাঝারি ও ভারি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এমএএস