সাত জেলার টুকরো খবরাখবর
পাবনায় গণপরিবহন বন্ধ থাকায় ইজিবাইক ও রিকশায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে সাধারণ মানুষকে
রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁপাইনবাগঞ্জে বুধবার (৩০ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবরগুলো সংক্ষিপ্ত আকারে ঢাকা পোস্টে তুলে ধরা হলো-
গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের আট জেলায় ৯৩৩ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে বিভাগের করোনা শনাক্ত দাঁড়াল ৫৫ হাজার ৭৫৪ জনে। একই সময়ে বিভাগে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ শনাক্তের পর বিভাগে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এ নিয়ে বিভাগজুড়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮৭৩ জনে।
বিজ্ঞাপন
অপরদিকে, রাজশাহী নগরীতে জমিজমা নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে সাবেক বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক (৫০) ও নগরীর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহতাব আলীর ছেলে জয়নাল আবেদিন (৪৫) খুন হয়েছেন। দুপুরের দিকে নগরীর রাজপাড়া দাশপুকুর বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
তারা দুজনই নগরীর দাশপুকুর এলাকার বাসিন্দা। শফিকুল ইসলাম নিলয় ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী। জমি কেনাবেচা ছাড়াও চড়া সুদে এলাকায় দাদন ব্যবসাও করতেন তিনি।
বিজ্ঞাপন
এদিকে, রাজশাহীর পুঠিয়ায় খাদিজা আক্তার (৪৫) নামের এক উপসহকারী কৃষি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। সকালে জেলার জিওপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত খাদিজা আক্তার জেলার পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের শিতলাই ব্লকে কর্মরত ছিলেন।
জয়পুরহাট প্রতিনিধি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৭৯ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর বিপরীতে নমুনা সংগ্রহ হয়েছে ৭৭৩ জনের। সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
বগুড়া প্রতিনিধি জানান, ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আরও ৮ জন প্রাণ হারিয়েছেন। মারা যাওয়াদের মধ্যে বগুড়া জেলার ৫ জন, নাটোরের ২ জন ও নওগাঁর ১ জন। একই সময়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১২৭ জন। জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ৩৩৬ করোনার নমুনার পরীক্ষায় নতুন করে ১২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে, চলতি অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উফশী আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার আদমদীঘিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে বিনামূল্যের এসব সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু।
পাবনা প্রতিনিধি জানান, আগের যেকোনও দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনা ভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ পর্যায় পৌঁছেছে। এছাড়াও আজ পাবনায় রাজশাহী বিভাগের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় পাবনা জেলায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১৭৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫০১ জনে। বিকেলে পাবনার সিভিল সার্জন কার্যালয় থেকে এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, করোনা নিয়ন্ত্রণে সর্বাত্মক লকডাউনের ঘোষণায় পাবনায় গণপরিবহন বন্ধ থাকায় ইজিবাইক ও রিকশায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। জরুরি প্রয়োজনে বাইরে এসে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধিতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষজন।
সুযোগ সন্ধানী ইজিবাইক ও রিকশা চালকদের দৌরাত্মে ১০ টাকার ভাড়া ৬০ থেকে ১০০ টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। বিকেলে পাবনার বাসস্ট্যান্ডগুলোসহ বেশ কয়েকটি সিএনজি স্ট্যান্ড, রাজাপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র্রের আশপাশে ঘুরে এমন চিত্রের দেখা মেলে।
এদিকে, জেলার ঈশ্বরদী উপজেলায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে উচ্চফলনশীল এবং অধিক চিনি ধারণক্ষমতাসম্পন্ন একটি নতুন জাতের আখ উদ্ভাবন করেছে।
নওগাঁ প্রতিনিধি জানান, জেলার আত্রাইয়ে আকাশ (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সকালে এলাকার গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আকাশ উপজেলার ইসলামগাঁথী গ্রামের আজিজুল ইসলামের ছেলে। এলাকার একটি মুরগির খামারে কাজ করন তিনি।
এদিকে, জেলার মান্দায় উদ্ধার হওয়া বেলে পাথরের শিবলঙ্গ আদালতের নির্দেশে নওগাঁর পাহাড়পুর জাদুঘর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান ফজলুল করিমের কাছে মূর্তি দুটি হস্তান্তর করেন মান্দা থানা পুলিশের এসআই হাসান আলী।
নাটোর প্রতিনিধি জানান, নাটোর আধুনিক সদর হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক শামীম আহমেদ। দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায়ের কাছে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন তিনি।
এদিকে, নাটোরের শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরস্কার পেলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। এ উপলক্ষে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আহমেদ আনুষ্ঠানিকভাবে ওই ইউএনওকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন।
‘৩৩৩’ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেলেন জেলার গুরুদাসপুরের ৩৭০টি পরিবার। বিকেলে উপজেলা পৌর সদরের বিভিন্ন এলাকার বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকার্তা (ইউএনও) মো. তমাল হোসেন ওই খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
জেলার সিংড়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ কৃষকের মাঝে কৃষি পুনর্বাসন প্রণোদনার আওতায় উফশী আমন ধান ফসলের সহায়তার বিনামূল্যে বীজ ও সার বিতরণ হয়েছে। এতে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, নির্মাণাধীন টয়লেটের ট্যাংক পরিষ্কার করতে নেমে শরিফুল ইসলাম (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া গ্রামের মিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম গোমস্তাপর উপজেলার চৌডালার বাসিন্দা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১১২ জন। মৃত ৪ জনের মধ্যে ৩ জন সদর উপজেলা ও ১ জন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ১৯৪ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে গৃহহীন অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধাকে একটি বাড়ি নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী। সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ৪ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এনামুল হায়দার বীর মুক্তিযোদ্ধা সাদিকুল ইসলামকে বাড়ির চাবি হস্তান্তর করেছেন।
ফেরদৌস সিদ্দিকী/