সীমানা জটিলতায় পড়েছে ডাকাতির শিকার দুটি জাহাজের ক্রু
মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ক্রুদের জিম্মি করে দুটি লাইটার জাহাজে নৌ-ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকা সংলগ্ন নদীতে এ নৌ-ডাকাতির ঘটনা ঘটে। এ সময় এক জাহাজের মাস্টারকে মারধর ও দুটি জাহাজ থেকে ৪০টি মোবাইল ফোনসহ অর্ধলক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দল।
এ ঘটনার পর তারা মুন্সিগঞ্জ সদর থানায় গেলে সীমানা নিয়ে জটিলতা থাকায় তাদেরকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় অভিযোগ দায়েরের জন্য পরামর্শ দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
বিজ্ঞাপন
জাহাজ ক্রুদের বরাত দিয়ে মুক্তারপুর নৌপুলিশ জানায়, মধ্যরাতে একটি স্পিডবোট দিয়ে ১৮/২০ জনের ডাকাত দল মুক্তারপুর এলাকা সংলগ্ন নদীতে নোঙর করা দুটি জাহাজে আগ্নেয় ও দেশীয় অস্ত্র নিয় হামলা চালায়। এর মধ্যে এমভি ইয়াসিন আরাফাত-২ নামের জাহাজের মাস্টারকে মারধর করে জাহাজে থাকা ৪০ হাজার টাকা ও ক্রুদের ১৯টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে অপর আরেকটি জাহাজ এমভি সেভেন সার্কেল-৩০ এ হামলা চালিয়ে ১৪ জন ক্রুকে জিমি করে ২১টি মোবাইল ফোন ও ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ফোন নিয়ে যাওয়ায় তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবহিত করতে না পারায় ডাকাতদল পালিয়ে গেছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে মুক্তারপুর নৌ-পুলিশের উপ-পরিদর্শক আল-আমিন জানান, ডাকাতির খবর পেয়ে ডাকাতদের ধরতে রাতে নদীতে অভিযান চালানো হয়। তবে তারা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারেনি। ডাকাতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ করতে এসেছিল। তবে সীমানা নিয়ে জটিলতা থাকায় তাদেরকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় অভিযোগ দায়েরের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
ব.ম শামীম/এমএএস