হারুন অর রশীদ

শেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ছাত্রলীগ নেতা হারুন অর রশীদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় আড়াইআনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। হারুন শেরপুর জেলা ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক। 

সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা হারুন দীর্ঘদিন থেকে শেরপুরের নালিতাবাড়ীর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছিল। এরই মধ্যে গত ২৪ জুন হারুন তার ফেসবুক পেজে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হককে রাজাকারের ছেলে বলে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেয়।

বিষয়টি একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নজরে আসে। এরপর দলীয় সিদ্ধান্তে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক বাদী হয়ে হারুনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। 

হারুনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঢাকা পোস্টকে বলেন, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নালিতাবাড়ীর বিভিন্ন রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানা মহলের বিরুদ্ধে সম্মানহানী এবং অরুচিকর কথাবার্তা ফেসবুকে পোস্ট করার অভিযোগ রয়েছে। 

জাহিদুল খান সৌরভ/এসএএস