সিলেটে ৭ জনের মৃত্যু, ১১২ জন আক্রান্ত
সিলেটে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন।
বৃহস্পতিবার (১ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিভাগে মারা যাওয়া ৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে এ বিভাগে ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৯১ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে ৩৫ জনের মৃত্যু হলো।
নতুন করে সিলেট জেলায় সর্বোচ্চ ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, ওসমানী হাসপাতালে ৩৫ জন, সুনামগঞ্জে ১১ জন, হবিগঞ্জে ১২ জন ও মৌলভীবাজারে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৫ হাজার ৯৮১ জনের। এখন পর্যন্ত সিলেটে ১৭ হাজার ১৯৪, সুনামগঞ্জে ৩০০৬, হবিগঞ্জে ২৭৫৬ ও মৌলভীবাজারে ৩০২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিজ্ঞাপন
গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৯ জন। এরমধ্যে সিলেট জেলার ৬৯ জন, সুনামগঞ্জের ৮ জন ও মৌলভীবাজারে আরও ২২ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৬৭২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৭০ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮২৮ জন, হবিগঞ্জে ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬৬৪ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেট জেলার ২৯ জন ও মৌলভীবাজারে আরও ২২ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৬৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৪২ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে আরও ১৮ জন।
তুহিন আহমদ/এমএএস