কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের। এই দিনে ১৮৭ জন শনাক্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৪৮২ জনের। আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ হাজার ৪৯২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) বিকেল ৬টায় সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য জানান।
  
জানা গেছে, নতুন করে কুমিল্লা সিটি করপোরেশনের ৯৬ জন, আদর্শ সদর উপজেলার ৭ জন, সদর দক্ষিণের ১ জন, বুড়িচংয়ের ৭ জন, ব্রাহ্মণপাড়ার ২ জন, চান্দিনার ৯ জন, চৌদ্দগ্রামের ৭ জন, দেবিদ্বারের ৬ জন আক্রান্ত হন।

এছাড়া দাউদকান্দির ৩ জন, লাকসামের ৫ জন, লালমাইয়ের ৪ জন, বরুড়ার ৯ জন, মনোহরগঞ্জের ১ জন, মুরাদনগরের ৭ জন ও তিতাসের ১১ জন ও হোমনার ১১, মেঘনার ১ জন শনাক্ত হয়েছেন।

২৪ ঘণ্টায় ৫৮৩ নমুনা পরীক্ষা করে ১৮৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ১ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে চৌদ্দগ্রামের ১ জন, সিটি করপোরেশনে ১ জন, সদর দক্ষিণে ১ জন, বরুড়ায় ১ জন, নাঙ্গলকোট ১ জন রয়েছেন।

উল্লেখ্য, কুমিল্লাজুড়ে কঠোর লকডাউন চলছে।  প্রথম দিনে কুমিল্লা জেলা প্রশাসন ৩১১ মামলায় ২ লাখ ৬৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া ২ জনকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। লকডাউন বাস্তবায়নে কুমিল্লায় ৪৫ মোবাইল কোর্ট, সেনাবাহিনীর ১২ টিম, পুলিশের ৫৬ টিম, বিজিবির ৫ টিম ও আনসারের ৪ টিম কাজ করছে।

এমএসআর