কঠোর লকডাউন ও বিধিনিষেধের মাঝেও দিনাজপুরে থেমে নেয় মৃত্যুর মিছিল। প্রতিদিনই যোগ হচ্ছে মৃত্যুর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় এ জেলায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭৪ জনে।

এ সময় নতুন করে আরও ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৭২২ জন আক্রান্ত হয়েছেন।এছাড়াও ২৪ ঘণ্টায় ৪৬ জনসহ এ পর্যন্ত ৬ হাজার ২৮৩ জন সুস্থ হয়েছেন।

তবে আক্রান্ত ৮ হাজার ৭২২ জনের মধ্যে ৬ হাজার ২৮৩ জন সুস্থ ও ১৭৪ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে ২২৬৫ জন। যা আগের দিন ছিল ২ হাজার ২১১ জন।

দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ ঢাকা পোস্টকে বলেন, ২৪ ঘণ্টায় ২৮৩ নমুনা পরীক্ষা করে ১০৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৮৭২২ জনে।

তিনি আরও বলেন, নতুন ৪৬ জনসহ এ পর্যন্ত ৬২৮৩ জন সুস্থ হয়েছেন। আর ২৪ ঘণ্টায় সদর উপজেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ১৭৪ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ছিল ৩৬ দশমিক ৩৯ শতাংশ।

জেলা সিভিল সার্জনের তথ্যমতে, মোট আক্রান্ত ৮৭২২ জনের মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি ৫০৮১ জন। এছাড়া বিরলে ৫০৬, বিরামপুরে ৫০৬ জন, বীরগঞ্জে ২১৮ জন, বোচাগঞ্জে ২৮৩ জন, চিরিরবন্দরে ২৯৬ জন, ফুলবাড়ীতে ৩৪৯ জন, ঘোড়াঘাটে ৯৮ জন, হাকিমপুরে ২১৭ জন, কাহারোলে ২০৪ জন, খানসামায় ১৪৩ জন, নবাবগঞ্জে ২৪১ ও পার্বতীপুর উপজেলায় ৫৮০ জন রয়েছেন। 

মোট মৃত ১৭৪ জনের মধ্যে সদর উপজেলায় ৯৩, বিরলে ১০ জন, বিরামপুরে ১০ জন, বীরগঞ্জে ৬ জন, বোচাগঞ্জে ৫ জন, চিরিরবন্দরে ১৩ জন, ফুলবাড়ীতে ৯ জন, হাকিমপুরে ৩ জন, কাহারোলে ৫ জন, খানসামায় ৫ জন, নবাবগঞ্জে ৩ জন ও পার্বতীপুর উপজেলায় ১২ জন রয়েছেন। তবে জেলার ১৩ উপজেলার মধ্যে ঘোড়াঘাটে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি।

এদিকে কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকরা মাঠে তৎপর রয়েছেন।

এমএসআর