খুলনা বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে প্রথম দিন ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭২ দশমিক ৫৩ শতাংশ। বৃহস্পতিবার (১ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।

তিনি জানান, খুবির পিসিআর মেশিনে বৃহস্পতিবার মোট ৯১ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৭৪টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ৫ জন, যশোরের ২ জন ও সাতক্ষীরার ২ জন রয়েছেন।

তিনি আরও জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি থাকা যেসব রোগীর করোনা পরীক্ষা না করলে ছাড়পত্র দেওয়া সম্ভব হবে না তারা পরীক্ষায় প্রাধান্য পেয়েছেন। শনিবার (৩ জুলাই) পর্যন্ত খুমেক ল্যাব জীবাণুমুক্ত করা হবে। ফলে এই তিন দিন নিয়মিত পরীক্ষা বন্ধ থাকছে।

উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, এই তিন দিন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ৯৪টি করে তাদের পিসিআর ল্যাব থেকে আমাদের শিক্ষক ও টেকনিশিয়ানরা গিয়ে পরীক্ষা করে নিয়ে আসবেন। এ ব্যাপারে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বেশি পরীক্ষা করতে পারবে না। সেজন্য এই পরীক্ষায় খুমেক ও জেনারেল হসপিটালে ভর্তি থাকা রোগীরা প্রাধান্য পাচ্ছে।

মোহাম্মদ মিলন/এমএসআর